স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নারী ও শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী আব্দুস ছামাদ (১৯)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল(৩১মে) শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়।জানা যায়, নবীগঞ্জ থানার মামলা নং-০১ (০১জুন২০২৪) ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) এর এজাহারনামীয় একটি মামলা রয়েছে। নারী ও শিশু মামলার আসামীকে গ্রেফতার করেতে পেরেছে নবীগঞ্জ থানা পুলিশ। নারী ও শিশু ধর্ষণ মামলার আসামী নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী দিকনির্দেশনা ও গোপলা পুলিশ পাড়ির এসআই/সোহাগ ফরিক নেতৃত্বে একদল পুলিশ রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।নারী ও শিশু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী। তিনি বলেন, নারী ও শিশু মামলার আসামীকে আজ সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭