মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের দিঘীরপাড় টু শিলই ব্রীজের ভাঙা এপ্রোচ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার পহেলা জুন সকালে দিঘীরপাড় বাজারে দোয়া ও মুনাজাতের মাধ্যমে ব্রীজের ভাঙা এপ্রোচের আরসিসি ঢালাইয়ের উদ্বোধন করেন শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা।জেলার টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় থেকে সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখী ব্রীজের দিঘীরপাড় বাজারের এপ্রোচের এক অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।এছাড়া ব্রীজটি কিছুটা উঁচু হওয়ার কারণে প্রায় দূর্ঘটনার সৃষ্টি হয়।ব্রীজের এপ্রোচে আরসিসি ঢালাই এবং উঁচু-ঢালু অনেকটা সমান্তরাল হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।এসময় উপস্থিত ছিলেন শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা,শিলই ইউনিয়ন পরিষদের সদস্যগণ,ঠিকাদার আব্দুল হামিদ হালদার,কামরুল হাসান, দিঘীরপাড় বাজার কমিটির সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরসিসি ঢালাই কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭