আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাও নতুন বাজারের টিন কেটে ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ২৫ হাজার টাকা ও ১ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন হাসাইল চরাঞ্চলের বিদগাও গ্রামের করম আলি মুন্সী,পিয়ার হোসেন হাওলাদার এবং রফিকুল ইসলাম। এদের মধ্যে শুধু রফিকুল ইসলাম এর দোকান থেকেই নগদ ১৮ হাজার টাকা ও দেড় লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭