স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জর টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয় চাংগুরী গ্রামের সিঁদ কেটে ঘরে ঢুকে রমজান পাল ৪৬ কে হত্যার চেস্টায় কুপিয়ে যখম করা হয়েছে । পরে এলাকা বাসী উদ্ধার করে তাকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাহপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পেরন করেন তার হাতের আঙ্গুলে প্রায় ১০/১২ টা সিলি পরে। সে চাংগুরী গ্রামের সুনিল পালের ছেলে। রবি রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। রমজান পাল জানান রাত ৩ টার দিকে কে বা কাহার আমার ঘরে সিঁদ কেটে ঢুকে এলো পাতারি কোপ শুরু করে আমি হাত দিয়ে ফিরাতে থাকি আমার আত্ন্য চিৎকারে এলকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায় সে আরো জানায় সম্পতি আরো ৩ বার আমার বাড়ীতে সিঁদ কাটে থানায় গিয়ে তার কোন পতিকার পাইনি। তার স্ত্রী মিতালী ঘোষ জানায় রাতে ঘরের সিঁদ কেটে ঘরে ঢুকলে আমি দেখে কে কে বললে আমাকে চুপ চুচ বলে ধমক দিয়ে আমার স্বামীকে এলোপাতারি কোপ শুরু করে আমাদের চিৎকারে এলকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায় পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় আমরা এখন আতঙ্ক ও নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রতিবেশী সাইফুল ইসলাম জানান রাত ৩ টার দিকে চিৎকার সুনে এসে দেখি রমজান পালকে কারা যেন কুটিয়ে যখম করে এর আগেও তিন বার তার সিঁদ কেটে ক্ষতি করার চেস্টা করে। এক দিকে সাপের আতঙ্ক অন্য দিকে চোর ডাকতের আতঙ্ক আমরা এলকাবাসী এখন কোথায় যাবো আমরা অনেক আতঙ্কে আছি।