সাগর আহম্মেদ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শালমারা ইউনিয়নের দামগছা গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো: সাদেক আলীর পুত্র মো: আবু রায়হান মিয়ার(৩১) বাড়িতে ২৭/০৬/২৪ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে আগুন দেয় দূর্বত্তরা। অভিযুক্তরা হলেন, মো:জিয়াউর রহমান(২০),মো:লুৎফর রহমান(৩২) মো:জয়নাল মিয়া(৫৫) সহ আরো অনেকেই।স্থানীয় সূত্রে জানা যায়, উপরোক্ত দূর্বিত্তদের সাথে রায়হানেট প্রায়ই বাকবিতন্ডা হয়ে থাকে, এরই ধারাবাহিকতায় দূর্বিত্তরা হাতে লাঠি সোটা,লোহার রড,ধারালো হাসুয়া, পেট্রোল ইত্যাদি নিয়ে আবু রায়হানের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে,এবং পরবর্তীতে বাড়ির দক্ষিন পাশে শয়ন ঘরের টিনে এবং বেড়ায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।আবু রায়হানের পরিবারের চিৎকার শুনে পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন,তবে এতক্ষণে আবু রায়হানের বাড়িতে উল্লেখ করার মতো কিছুই অবশিষ্ট নেই।আগুনে ঘরের সকল আসবাবপত্রসহ রক্ষিত ১,৯৫০০০(এক লক্ষ পঁচানব্বই হাজার)টাকা এবং ঘরের মালামাল সহ আনুমানিক ২,৪৫০০০(দুই লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকার ক্ষতি সাধন হয় আবু রায়হানের।পরবর্তীতে গোবিন্দগঞ্জ থানায় মো:জিয়াউর রহমান(২০),মো:লুৎফর রহমান(৩২) উভয় পিতা মো:জয়নাল মিয়া, মো:লাবু মিয়া(৩৫) সহ অঙ্গাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন আবু রায়হান।