ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ কালীগঞ্জ ৪ আসন থেকে ৩ বারের নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদাহ সদর উপজেলার ১৭ নম্বর নলডাঙ্গা ইউনিয়নে নলডাঙ্গা বাজারে বিকাল ৫ ঘটিকায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খান রিপন এর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শিবলী নোমানী, কালিগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম,, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুর রহমান ওদু, কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের বীর মুক্তিযোদ্ধা মন্টু গোপাল,, নলডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭