মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গত রবিবার০২/০৬/২০২৪ইং তারিখে এসআই মোঃ আবু হোসেন, নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই নয়ন দেবনাথ, এএসআই মোঃ মোশাররফ হোসেন ও ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম পঞ্চগড় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় থানাধীন ০২ নং হাফিজাবাদ ইউপির ০১ নং ওয়ার্ডের পানিমাছ পুকুরী গ্রামস্থ জনৈক মোঃ সুজন মিয়া এর মোটরসাইকেল সার্ভিস সেন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামী ০১। মোঃ আব্দুল রাজ্জাক (২৮), পিতা: মোঃ খলিলুর রহমান, সাং- বদিনা জোত, আসামী ০২। মোঃ এনামুল হক, পিতাঃ মৃত- ফয়েজ উদ্দিন, সাং- খালপাড়া, ও আসামী ০৩। মোঃ ইরাক (৩৭), পিতাঃ মৃত- আইবুল হক, সাং- খালপাড়া, সর্ব থানা ও জেলা- পঞ্চগড়দেরকে ৩২ (বত্রিশ) পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ গত ০২/০৬/২০২৪ ইং তারিখ বিকাল ৫:৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নং- ০৩ তাং-০২/০৬/২০২৪ রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।