ঢাকাশুক্রবার , ৭ জুন ২০২৪
আজকের সর্বশেষ খবর

পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ০২ জন জুয়ারু গ্রেফতার


জুন ৭, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ০৬/০৬/২০২৪ইং তারিখ এসআই/মোঃ আসাদুজ্জামান, এসআই মোঃ আবু হোসেন, এসআই মোঃ রেজাউল করিম, এএসআই নয়ন দেবনাথ, এএসআই মোঃ মোশাররফ হোসেন ,এএসআই মোঃ আনোয়ারুল হোসেন ও ফোর্সসহ তেঁতুলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও জুয়া অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া থানাধীন ০৭নং দেবনগড় ইউপির ০১ ওয়ার্ডের ঝালিঙ্গিগন্জ্ঞ মৌজার শিবচন্ডি গ্রামের জনৈক সরদেব রায় টেপু এর বসত বাড়ির পূর্ব দুয়ারি ঘরের ভিতর জুয়া খেলার স্থান হইতে ধৃত আসামী ০১। মোঃ শেখ ফরিদ (৪৭), পিতাঃ মৃত- তমিছ উদ্দিন ও আসামী ০২। মোঃ আবু বক্কর সিদ্দিক ( ৩৫ ), পিতাঃ মৃত – সিরাজুল ইসলাম , উভয় সাং- কালিয়ামনি, থানা-তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়দ্বয়কে জুয়া খেলারত অবস্থায় ও জুয়ার বোড হইতে ৫০০/- (পাঁচশত) টাকা ও ২০৮ পিস বিভিন্ন তাস এবং একটি চটের বস্তা ও জুয়ার বোর্ডের পাশে থাকা ০৪ টি মোটর সাইকেলসহ ইং ০৬/০৬/২০২৪ তারিখ ০১.৩৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। ঐ সময় ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে পলাতক আসামী ০৩। শ্রী সরদেব রায় টেপু, আসামী ০৪। মোঃ সাহজান, আসামী ০৫। মোঃ আজিমুল, আসামী ০৬। মোঃ জাফর, আসামী ০৭। মোঃ জাকারিয়া সহ আরো ০৩ জন অজ্ঞাত পালিয়ে যায়। এ বিষয়ে তেঁতুলিয়া থানায় প্রকাশ্য জুয়া আইনে নিয়মিত মামলা মামলা রুজু করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।