নয়ন আলীঃ অভিনেত্রী নূপুর হোসেন। পুরান ঢাকার মেয়ে। ‘মায়া’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। নাটকেও কাজ করছেন এ নবাগতা। আসছে ঈদে প্রচারিত হবে তার অভিনীত নাটক। ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাটক ‘নিজে বাঁচলে বৌয়ের নাম’। এ নাটকে আমার সহশিল্পী মোশাররফ করিম ও সালহা খানম নাদিয়া। আমার অত্যন্ত প্রিয় একজন অভিনয়শিল্পী মোশাররফ করিম। তার সাথে অভিনয় স্বপ্ন ছিলো। আমি যখন কাজ শুরু করি তার আগে থেকে ভাবতাম আমি যদি কখন অভিনয়ে কাজ করি তাহলে মোশাররফ করিমের সাথে আমি আমার প্রথম নাটকের কাজটা করব ঠিকই আমার এই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি। তারা তো অনেক বড় মাপের আর্টিস্ট তাদের সাথে কাজ করাও একটা সৌভাগ্যের বিষয়। তবে আল্লাহ তা’আলার রহমতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। সামনে আরও ভালো কাজ করব এবং দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিব।
দৈনিক ভোরের খবরকে নুপুর জানান নাটকটি রোজার ঈদের আগে নির্মিত হয়। চিত্রনাট্য লিখেছেন জুয়েল এলিন। নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। আমাকে এই নাটকটিটে কাজের সুযোগ করে দিয়েছে সহকারী পরিচালক ফয়সালা আগুন ভাই এই নাটকটিতে নুপুর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নূপুর তার প্রথম ছবিতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেন। অভিনয় করে নির্মাতাদের নজর কাড়েন। প্রশংসিত হয় তার অভিনয়। নুপুর আরও বলেন আমি এখন বেছে বেছে কাজ করছি যেনো দর্শক আমাকে সারাজীবন মনে রাখে সে জন্য আমি দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে চাই।