শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দ্বিতীয় ব্যাচে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপপরিচালক স্থানীয় সরকার (উপ সচিব) মো. শরিফুল ইসলাম। সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা। প্রশিক্ষণে উপজেলার ১৩৬ জন গ্রাম পুলিশদের মধ্যে দ্বিতীয় ব্যাচে ৬৭ জন অংশ গ্রহণ করেন। এর আগে প্রথম ব্যাচে ৬৯ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণ গ্রহন করেছেন।
জানা গেছে, গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে জেলার ৭টি উপজেলার কর্মরত গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা প্রশাসন।