সাগর আহম্মেদ: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর দুই উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়ে চলছে গণনা। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই দুই উপজেলায় ১৬ জন চেয়ারম্যানসহ মোট ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর আগে মঙ্গলবার নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। ব্যালট পেপার নেওয়া হয় আজ ভোটের দিন সকালে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন , ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুন্দরগঞ্জ উপজেলায় ১৩৯টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন, নারী ভোটার ২ লাখ ১ হাজার একশত ১৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।অপরদিকে, এদিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী । এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৬ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সাদুল্লাপুর উপজেলায় ১০২টি ভোট কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৭ হাজার ৮৭৬ জন, নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৫৭১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন।এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে এই দুই উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন পুলিশসহ ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দ্বায়িত্ব পালন করছেন।এছাড়া ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন ৯ প্লাটুন বিজিবিসহ র্যাবের ৩টি ও পুলিশের ২৮টি মোবাইল টিম।ভোটগ্রহনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু!