ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

শৈলকুপার এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা


মে ২৪, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ নির্বাচন পরবর্তী ঘোলা পানিতে মাছ শিকারি নিয়েছে একদল সুযোগ সন্ধানী। ঘটনাটা ঘটেছে শৈলকূপা উপজেলার কাচের খোল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসারত জাঙ্গালিয়া গ্রামের রিন্টু মোল্লা জানান রোজ বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ির পাশের দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিল। এই সময়ে একই গ্রামের মুরাদ ও চান্নুর নেতৃত্বে কয়েকজন তার উপরে পিছন থেকে হামলা চালিয়ে তাকে রাস্তার উপর ফেলে দিয়ে তার নিকটে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার সাথে সাথে কচুয়া তদন্ত ক্যাম্পের এসআই নজরুল উপস্থিত হলে হামলা কারিরা পালিয়ে।আহত ব্যবসায়ীর ভাই সেন্টু মোল্লা বলেন পূর্ব শত্রুতা যে ধরে এই হামলা চালানো হয়েছে। তবে নির্বাচনী সহিংসতা নয়। আমি এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি। এই সময় আমার ভাইয়ের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা তারা নিয়ে গেছে। তাকে পিটিয়ে ফেলে রেখেছিল।যাদের সাথে ঘটনা ঘটেছে তারা এটাকে নির্বাচনী সহিংসতা না বললেও কচুয়া তদন্ত ক্যাম্পের এসআই নজরুল ইসলাম বলেন এটা নির্বাচনী সহিংসতা। ঘটনা সত্য। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তবে তারা এখন পর্যন্ত থানাতে কোন অভিযোগ দায়ের করিনি। যদি থানায় অভিযোগ দয়া করে তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন পুলিশ কতৃপক্ষ।আহতের ভাই সেন্টু মোল্লা জানান, আমার ভাইকে প্রথমে শৈলকুপা হাসপাতালে পরে তারা ঝিনাইদহ হাসপাতালে পাঠিয়ে দেয় তার চিকিৎসার কারণে এখন পর্যন্ত আমরা থানায় যেতে পারিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।