ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত


মে ১৭, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।ধামরাই সরকারি কলেজের জয় বাংলা চত্বরে ব্যবস্থাপনা বিভাগের ২৫০ জন শিক্ষার্থী এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারীর সভাপতিত্বে এসময় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক এবং অধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জিয়াউল হক, সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাবিহা সুলতানা, ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনিরা বেগম, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষন বিশেষজ্ঞ প্রফেসর  নুরুলদীন আবুল কালাম।ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীদের কর্তৃক অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়াকে সম্মাননা স্মারক প্রদান, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদানসহ আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী ছিলো নাটক, গান, কবিতা আবৃত্তি, নাচ ও রাজশাহী অঞ্চলের মনোমুগ্ধকর “গম্ভীরা” উপস্থাপন করা হয়।অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী মো. রাকিব শেখ  বলেন, প্রিয় ক্যাম্পাস থেকে আমাদের আজ বিদায় নিতে হচ্ছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটলো আজ। সেই সাথে সমাপ্তি ঘটলো প্রিয় শিক্ষা গুরুর সাথে যুগলবন্দী হয়ে অভিনয় করার সুযোগেরও। এটাই হয়তো আমার জীবের শেষ অভিনয় শ্রদ্ধেয় গুরুর সাথে। জীবনে আর এমন সুযোগ পাবো কিনা জানিনা। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারী স্যারের প্রতি।ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো.সামসুল বারী বলেন, আমার ব্যবস্থাপনা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজ বিদায় বেদনার না আনন্দের।  বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিদায়। সেজন্য নাচ, গান, আবৃত্তি, নাটক, গম্ভীরা, আলোচনা অনুষ্ঠানে রেখেছিলাম। এখানকার শিক্ষা ও দক্ষতা কর্মজীবনে প্রয়োগে কর্মস্থল আপন করে নিবে। প্রিয় এই ছাত্র-ছাত্রীদের মাঝেই আমরা বেচে থাকবো।এসময় উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার, সহকারী শিক্ষক মো.টিটন হোসাইন, মৃত্তিকা জবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিদুর রহমান, ছাত্রলীগের সভাপতি মো.সাইদুল ইসলাম পিয়াসসহ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।