ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে ইউপি সদস্য জাহিদুল ইসলামের উপর হামলা


মে ১৫, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুুন্দরগঞ্জে টিসিবি’র পূন্য বিতারণের সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক জোরপূর্বক পন্য নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য জাহিদুল ইসলাম তাদের বাঁধা প্রদান করলে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় থানা পুলিশ রাফিউল ইসলাম নামক একজনকে আটক করে কারাগারে পাঠান। ঘটনাটি ঘটে দুই মাস পুর্বে তারাপুর ইউনিয়ন পরিষদ মাঠে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য জাহিদুল ইসলামের উপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটে তারাপুর ইউনিয়নের পুটিমারি গ্রামের ব্রীজের উপরে।স্থানীয়রা জানান, ইউপি সদস্য জাহিদুল ইসলাম তার নিজ বাড়ী থেকে মীরগঞ্জ বাজার আসার পথে ব্রীজে তার রাস্তা গতি রোঁধ করে তাকে মারপিট করেন কয়েকজন স্থানীয় বখাটে ছেলে। চিৎকার শুনে ছুটে যাই এবং তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।জাহিদুল ইসলাম তারাপুর ইউনিয়নের উত্তর তারাপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার পুত্র। তিনি তারাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য।ইউপি সদস্য জাহিদুল ইসলাম বলেন, তিনি সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে মোটরসাইকেল ক্রয় করার উদ্দেশ্যে ১ লক্ষ ৩ হাজার ৭ শত নগদ টাকা সাথে নিয়ে বাজারের রওনা দেন। পুটিমারি ব্রীজের উপর আসলে পুটিমারি গ্রামের আব্দুল জব্বার আলীর পুত্র কামরুল (৩৫) আমরুল (৩০) ও তালেব মিয়ার পুত্র রুমানুল (২৫) রাফিউল ইসলামসহ আরও কয়েক জন তাকে রাস্তায় রোঁধ মারপিট শুরু করেন। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।হামলার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, দুই মাস আগে টিসিবি’র পন্য বিতরনের সময় জোরপূর্বক পন্য নিয়ে যেতে বাঁধা প্রদান করায় তাদের একজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়। সে জামিন পেয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় আমার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।