ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

পঞ্চগড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে (আইডিইবি)’র সংবাদ সম্মেলন


মে ১৪, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে (আইডিইবি)। সোমবার (১৩-মে) সন্ধ্যায় পঞ্চগড় আইডিইবি ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে মুল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন। লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নুনী গোপাল সিংহ। পেশাগত সমস্যা সমাধানে এবং কারিগরি শিক্ষার মান উন্নয়নে চলমান বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আবু তাহের। এ সময় বক্তারা বলেন, কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রম বলে প্রতিবাদ জানান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পঞ্চগড় জেলা শাখা। কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রশংসা ও তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এর প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিরোধিতাকে যুক্তিহীন বলে আখ্যা করে বলেন, তাদের বোঝার মধ্যে ভুল আছে। আমরা তাদের সমমর্যাদা চাইনি। বিএসসি(পাস) বা ডিগ্রি সমমানের শুধু একটা মর্যাদার স্থান চেয়েছি। এ সময় উপস্থিত ছিলেন, আইডিইবি ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব জাহিদ আনোয়ার জীম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চগড় আইডিইবি’ অর্থ সম্পাদক মোঃ আতিউর রহমান এবং মোঃ মামুনুর রশীদ, সাইফ আহমেদ , নোবেল, জিমিয়াস প্রধান, সাদেকুল ইসলাম বাবু , সদস্য প্রকৌশলীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।