মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হাওলাদার এর হেলিকপ্টার মার্কার পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।হাসাইল যুব সমাজের উদ্যোগে শুক্রবার (১০মে) বিকেলে হাসাইল মাছ ঘাট থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাছ ঘাটে গিয়ে মিছিলটি শেষ হয়।টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আপন সরদার ও হাসাইল বানারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা মিছিলটির নেতৃত্ব দেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিছিলে অংশগ্রহণ করেন চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হাওলাদার এর ছোট ভাই কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফর হাওলাদার খুকু। আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফয়সাল হাওলাদার, ইউপি সদস্য বাবু হালদার, আওয়ামী লীগ নেতা বাচ্চু গাজী,জালাল উদ্দিন হাওলাদার, যুবলীগ নেতা সোহেল হাওলাদার, রাজন মেলকার, হালিম হাওলাদার, সজিব সরদার, উজ্জ্বল হাওলাদার, রাজিব হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল সরদার,রিপন বেপারি, বাবুল মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।