ঝিনাইদহ সংবাদদাতাঃ ৮ই মে রোজ বুধবার অনুষ্ঠিত হলো ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনী ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কমিশন আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম, ও উড়োজাহাজ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম ও প্রজাপতীকের প্রার্থী বর্ষা হিজড়া কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টা ইউনিয়নে ৩৯০ ৯৩৪ ভোট। তার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আনারস ৫০৭৪৬ দোয়াত কলম ৪৩ হাজার ১৭০ হেলিকপ্টার ৬১৫৭, মোটরসাইকেল ২৪৬৪ টেলিফোন ২৪৭০ ভোট পেয়েছেন। বৈদ্য ভোট পেয়েছে ১ লক্ষ ৫ হাজার ৭ ভোট তারমধ্যে বাতিল ভোট ৩৯০০৮৩। মোট ভোট এক লক্ষ ৮ হাজার ৯৯০ ভোট।উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা ৪০ হাজার ৩২০, উড়োজাহাজ ৪০ হাজার ৭০৭, বই ৫৫৫৯, টিয়া পাখি ৩৪০৪, টিউবওয়েল ২৬৬৩, মাইক ২৫৭৭ চশমা ভোট পেয়ে মোট বৈধ হয়েছে ১লক্ষ ৩ হাজার ৫৩। বাতিল ভোট দেখানো হয়েছে ২৪৫৫ সহকারে সর্বমোট যোগফল দেখানো হয়েছে এক লক্ষ ৯হাজার ৬০ ভোট। কিন্তু বাস্তবিক অর্থে ১লক্ষ ৩ হাজার ৫৩ ভোটের সাথে সাথে বাতিল ভোট ২৪৫৫ যোগ করলে হয় এক লক্ষ ৫ হাজার ৫শত ৮ ভোট। এখানে বেশি ব্যালট দেখানো হয়েছে ৩৩৯৮ টি। এখন প্রশ্ন উঠেছে ভাইস চেয়ারম্যান পদে ৩৩৯৮ টি ব্যালট গেল কোথায়?আবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস ২৩৩৫২ কলস ১৪ হাজার ৭৩৪ প্রজাপতি ৫৪২৫৮ ফুটবল ১০৯৯৩ সহ মোট বৈধ ভোট ১ লক্ষ ৩ হাজার ২৫৭ বাতিল ভোট দেখানো হয়েছে ৫৮০৩ সহ সর্বমোট ১ লক্ষ ৯ হাজার ৬০ ভোট।এখানে চেয়ারম্যান দেখানো হয়েছে বাতিল ভোট সহ মোট ভোট ১লক্ষ ৮ হাজার ৯৯০ ভাইস চেয়ারম্যান দেখানো হয়েছে ১ লক্ষ ৮ হাজার৯০৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান দেখানো হয়েছে এক লক্ষ ৯ হাজার ৬০ ভোট।একজন ভোটার ভোট দিতে গেলে তাকে ৩টি ব্যালট দেওয়া হয় সে ক্ষেত্রে সকল ব্যালট সমান হবে কিন্তু এখানে ৩ প্রার্থীর ব্যালটের হিসাব ৩ রকম যাহা ব্যাপক জালিয়াতি স্বাক্ষর বহন করে।