জেলা প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা থানার কানুপুর মিস্ত্রিপাড়া গ্রামের শ্রী তরণী চন্দ্র সুত্রধরের পুত্র শ্রী তন্মম চন্দ্র সুত্রধরের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে অনশন করছে একই গ্রামের শ্রী শহদেব চন্দ্র সুত্রধরের কন্যা শ্রীমতী মিতু রানী।জানা যায়, তন্ময় সূত্রধর দীর্ঘ ৪বছর যাবত মিতু রানী সাথে প্রেমের সম্পর্কে জড়িত থাকে। এমতাবস্থায় ঢাকা গাজিপুর কড্ডা মন্দিরে শ্রীমতি মিতু রানীকে আনুষ্ঠানিকভাবে বিবাহ করেন তন্মম সূত্রধর। দীর্ঘ ৩মাস বিষয়টি গোপন থাকার পর তন্মম যোগাযোগ বন্ধ করে দিলে নিরুপায় হয়ে সরাসরি শ্রীমতী মিতু রানী তন্মমের বাড়িতে এসে অবস্থান নেয়। তার অবস্থান উপলব্ধি করতে পেরে তন্ময়ের পরিবার বাড়িতে তালা ঝিলিয়ে উধাও হয়ে যায়।এ বিষয়ে সোনাতলা থানার সেকেন্ড অভিসার নাজিমের থেকে জানতে চাইলে তিনি আমাদের কাছে এখন প্রর্যন্ত কোনো অভিযোগ আসিনি তবে অভিযোগ আসলে আমরা বিষয়টি দেখবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭