ঢাকাবৃহস্পতিবার , ৩০ মে ২০২৪

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন মোস্তফা মহসিন


মে ৩০, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকে মোস্তফা মহাসিন সরদার ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় পার্টি’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টি’র সহ-সভাপতি এবং উপজেলা জাতীয় পার্টি’র সাবেক সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকে খয়রব হোসেন মওলা পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট। বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ হলরুমে এই ফলায়ল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম।এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে আমিনুল ইসলাম সাজু পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট।এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে সালমা আক্তার ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে আল্পোনা গোস্বামী পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট।

এর আগে বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তির্পূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।