শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ৩টি ইট ভাটা মালিকের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে উপজেলার সকল ইটভাটা মালিকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডেকে এনে ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয় ।১৯ মে রবিবার দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের 4PB ব্রিকস ৫০ হাজার টাকা, শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট গ্রামে রুসদা ব্রিকস ৩০ হাজার টাকা এবং এম আর বি ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম । এ সময় সুন্দরগঞ্জ থানার এস, আই, ইমরান ও তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন থেকে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই কয়েকটি ইটভাটা আইন অমান্য করে চালিয়ে আসছেন। তারপরও বন্দ না করলে পুনরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭