আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর(রামগতিতে) বিকাল ৩টা থেকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণা তুঙ্গে উঠেছে। আর মাত্র ০১দিন পর নির্বাচন। প্রচারণার শেষ দিনেও প্রার্থীদের প্রত্যন্ত এলাকায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় । উপজেলার ছোট বড় বাজারে গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার দড়িতে ঝুলছে। নিয়ম মেনে মাইকে প্রচারণা চলছে। প্রার্থীরা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সর্বত্র আলোচনার ঝড় বইছে কে হবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। বিগত দিন গুলোতে প্রচন্ড তাপদাহে প্রার্থীদের দিন রাত নিয়ম মেনে প্রচারণায় ছুটে চলতে হচ্ছে। মাঝে মধ্যে এক এক প্রার্থী উপজেলার বিভিন্ন বাজারে প্রতিক নিয়ে শ্লোগানে মুখরিত করছে। সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া।আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন কমলনগর(রামগতি) উপজেলায় অনুষ্ঠিত হবে। নির্বাচনে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ০৬ জন প্রার্থীর মধ্যে আলোচনায় আছেন দোয়াত কলম প্রতিক’র মেজবাহ উদ্দিন বাপ্পি, আনারস প্রতিক’র আহছানউল্লা হিরন,কাপ পিরিজ প্রতিক’র বাবুল হোসেন এবং হুন্ডা প্রতিক’র খালেদ সাইফুল্লাহ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছে চশমা প্রতিক’র রাজু,তালা প্রতিক’র মো:সবুজএবং মহিলা পদে ফুটবল প্রতিক’র রোকসানা আক্তার রুক্সি। এদিকে রামগতি উপজেলায় কাপ পিরিজ’র সোরাফ উদ্দিন আজাদ(সোহেল) এবং আনারস প্রতিক’র রোকেয়া বেগম। এ ছাড়া ভাইস চেয়ারম্যানদের অনেকেই চেয়ারম্যান প্রার্থীদের সাথে সমন্নয় থাকায় পৃথক ২/১ জন আলোচনায় থাকলেও বাকিদের তেমন কোন প্রচারণা দেখা যায়নি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভোটারদের মুখে একটাই আলোচনা আগামী ০৮তারিখ “কে হবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।