মোঃ মানিক হোসেন, (বেড়া)পাবনাঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ মেধা উন্মেষণ প্রতিযোগিতায় বেড়া আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ও বিতর্কচর্চা কেন্দ্র বেড়ার প্রশিক্ষণার্থী রাফিয়া জামান রিফা গ্রুপ ভিত্তিক উপস্থিত বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রতিযোগিদেরকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতায় সে বিভাগের অন্যান্য জেলার প্রতিনিধিদের পেছনে ফেলে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহনের সক্ষমতা অর্জন করলো। জেএসসি পিএসসি ও এসএসসিতে মেধা স্বাক্ষর রাখা রাফিয়া রিফা বেড়া পৌর বেড়া এলাকার সাংবাদিক ওয়াহিদ ও গৃহিণী নাসিমা আক্তারের কনিষ্ঠ কন্যা ও বেড়া আলহেরা একাডেমির একাদশ শ্রেণীর মানবিক শাখার মেধাবী শিক্ষার্থী। চলতি মৌসুমি প্রতিযোগিতায় উপজেলা জেলা প্রতিযোগীদের পরাজিত করে বিভাগীয় প্রতিনিধি হিসেবে সে জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রজন করতে যাচ্ছে এমন খবরে যেমন তার পরিবার উদ্বেলিত তেমনি তার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সহপাঠী ও বন্ধুবান্ধব স্বজনরা উচ্ছ্বসিত।বেড়া আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাকিমুল কবির বলেন তার প্রতিষ্ঠানের প্রতিনিধি জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে এটা আনন্দের। সে রিফার সাফল্য কামনা।করেন।বেড়া বিতর্কচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ওমর সরকার বলেন,চলতি মৌসুমে তার প্রতিষ্ঠানের সদস্য রাফিয়া রিফা যে ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাচ্ছে এতে সে অনেকটাই আশাবাদী।পরিবারে অনুভূতি জানতে চাইলে রিফার মা গৃহিণী নাসিমা আক্তার বলেন,তিনি দ্বিতীয় বারের মতো মেয়েকে নিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এ অনুভূতি প্রকাশ করার নয়। ২০১২ সালে এমন একটি প্রতিযোগিতায় তার বড়ো মেয়ে সামিয়া জামান ঐশী ও তার দলবল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। ঔ বছর তারা অন্যান্য প্রতিযোগিদেরকে কয়েক রাউন্ড প্রতিযোগিতার মধ্যে দিয়ে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। ঐশী ও তার দলও বিতর্কচর্চা কেন্দ্রের প্রশিক্ষনার্থী ছিলো উভয় ক্ষেত্রে তত্বাবধায়ক ছিলেন ওমর সরকার।এবারও তিনি সেই স্মৃতি ও সাহস নিয়ে ছোট মেয়ের সহযোদ্ধা হয়ে সাথে থাকার ইচ্ছা পোষন করছেন। সে তার মেয়ের সাফল্যের জন্য সবার দোয়া চেয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭