স্বপন রবি দাস জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে উমেদনগর কেন্দ্রে ভোটগ্রহণ পরিচালনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সহকারি প্রিসাইডিং অফিসার এমদাদুল হকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ মে) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে উমেদনগর কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। এমদাদুল হক এলজিইডি হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী অফিসের উপ সহকারি প্রকৌশলী।জানা গেছে, ভোটগ্রহণ দায়িত্বে নিয়োজিত এমদাদুল হক বুধবার ভোরে হবিগঞ্জ পৌরসভাধীন উমেদনগরে যান। সকাল ৯টার দিকে হঠাৎ তিনি তীব্র বুকে ব্যাথা অনুভব করেন। তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার সহকর্মী বাশার জানান, এমদাদুলের একমাত্র ছেলে ৮ম শ্রণীর ছাত্র। তিনি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হবিগঞ্জে চাকরিতে ছিলেন। তার বাড়ি পাবনায়।এলজিইডির হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টায় অফিস চত্বরে নামাজে জানাজা শেষে মরদেহ পাবনায় পাঠানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭