গত ২ মে রাজধানির হোটেল রেডিসন ব্ল তে ফু- ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এর নব সংযোজন টাইলস জগতের নতুন ব্র্যান্ড পিকাসোর অভিষেক অনুষ্ঠিত হয়ে গেল। পরিবেশ বান্ধব সর্বাধুনিক প্রযুক্তির নান্দনিক সৃজনশীলতায় পূর্ণ পিকাসো টাইলস।Dealer Meet Event & Discover Picasso শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফু- ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড - এর চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব রফিকুজ্জামান ভুইঁয়া। পিকাসো উদ্বোধনকালে জনাব রফিকুজ্জামান ভুইঁয়া পরিবেশ বান্ধব ' পিকাসো ' ব্র্যান্ডটির নান্দনিক ডিজাইন ও এর গুনগত মান এর উপর আলোকপাত করেন। এছাড়াও ডিলারদের উদ্দেশ্যে বলেন, ' উন্মুক্ত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা সাফল্য অর্জনের চাবিকাঠি '। এক্ষেত্রে তিনি তাদের সুচিন্তিত পরামর্শ চেয়েছেন।আরো বক্তব্য রাখেন কোম্পানির চীফ মার্কেটিং অফিসার জনাব সৈয়দ আলী আবদুল্লাহ জামী। এছাড়াও অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চীফ ফিন্যানসিয়াল অফিসার জনাব আহমেদ মোনাব্বি, ডিরেক্টর জনাব সাদাদ রহমান এবং জেনারেল ম্যানেজার জনাব হামিদুর রহমান পাঠান।পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং টপ পারফরমার ক্যাটাগরিতে ডিলারদের এ্যায়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠানে নৃত্য পরিবেশন এবং আঁখি আলমগীর গান পরিবেশন করেন। র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭