মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার নেতৃত্বে এসআই/মোঃ সাহিদুর রহমান,এসআই/মোঃ আক্কেল আলী,এএসআই/মোঃ আজিজুর মিয়া সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানা সহ আটোয়ারী থানায় অভিযান পরিচালনা একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামী মোঃ আবু হোসেন ডাবলু(৩৫) পিতা-মৃত আবুল কালাম, সাং-কামাতপাড়া (উচাভিটা), থানা ও জেলা- পঞ্চগড়কে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ । মামলার সুত্রে জানা যায়,গ্রেফতার হওয়া আসামী আবু হোসেন ডাবলু বিরুদ্ধে সেশন ৯৫/১৮ এর ০১ বছরের সাজা,সিআর-২৭/১৮ এর ১ বছরের সাজা,সিআর-১৮২/২০১৮ এর ০১ বছরের সাজা সহ সিআর-৮১৬/১৮,সিআর-৭৭/১৯,,সিআর-১৮৩/১৯, সেশন-৮১৬/১৮ গেফতারী পরোয়ানা বিজ্ঞ আদালত তাহার বিরুদ্ধে জারি করে। তাহার বিরুদ্ধে একাধিক মামলা ওয়ারেন্ট থাকায় দীর্ঘদিন ধরে নিজেকে আত্ম গোপন করিয়া পলাতক থাকে। আসামী পলাতক থাকায় আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে মাঠে নামে পঞ্চগড় সদর থানার একটি চৌকস টিম। আজ শুক্রবার ১০/০৫/২৪ইং তারিখ রাত্রী বেলায় তথ্য প্রযুক্তি ও গোপন সোসের মাধ্যমে পঞ্চগড় সদর থানা সহ আটোয়ারী থানায় অভিযান পরিচালনা একাধিক মামলার সাজা প্রাপ্ত আসামী মোঃ আবু হোসেন ডাবলু(৩৫) পিতা-মৃত আবুল কালাম, সাং-কামাতপাড়া (উচাভিটা), থানা ও জেলা- পঞ্চগড়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।