গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে খালাতো বোনকে বাঁচাতে গিয়ে ডোবার পানিতে ডুবে সাদিয়া আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহপাড়া (মন্ডলের মোড়) নামক স্থানে এ ঘটনা ঘটে।মৃত সাদিয়া আক্তার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানান, মা-বাবা ঢাকায় থাকায় সাদিয়া আরজি শাহপাড়ায় (মন্ডলের মোড়) নানা বাটু ব্যাপারীর বাড়িতে থাকতো। এরই একপর্যায়ে বেলা ১১টার দিকে নানারস’ মিল এলাকায় খেলতে এসে তার সঙ্গে থাকা খালাতো বোন হঠাৎ পানিভর্তি একটি ডোবায় পড়ে যায়। এ সময় সাদিয়া তাকে বাঁচানোর জন্য ডোবায় নেমে পড়ে এবং খালাতো বোনকে বাঁচালেও সে নিজে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কোচাশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, এলাকায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। এ ধরনের দুর্ঘটনায় সবার সাবধানতা অবলম্বন করা উচিত।