ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ এর মনোনয়ন জমা প্রদান সম্পন্ন হওয়ার পর ভোট গ্রহনের দিনক্ষণ সন্নিকটে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ এর নির্বাচন উপলক্ষে গত ২৬-২৭ তারিখে তফসিল ঘোষণার পর এই মনোনয়ন পত্র আহবান ও বিক্রি হয়েছিল সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়।১ লা মে বুধবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম জমা দেওয়া দিন শেষ হয়।মোট ৫ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। তার মধ্যে ৩টি সভাপতি ২ টি সাধারণ সম্পাদক পদের।এদের মধ্যে সভাপতি পদে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ বাবুল আক্তার টোকন একজন সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধার সন্তান খন্দকার হাসানুজ্জামান।আগামী ১৮ই মে ২০২৪ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে। মোট ভোটার সংখ্যা ৪৩৩ জন।ভোট গ্রহণ হব বাজেবামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মোঃ ইয়ারুল ইসলাম জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭