ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদককে হত্যার হুমকি। থানায় অভিযোগ দায়ের


মে ১৯, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক চারবার দ্বায়িত্ব পালন করা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলীর ছেলে ও কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা (৪০)কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ মাসুদুর রহমান মন্টু (৫৫) ‘র বিরুদ্ধে।অভিযুক্ত মাসুদুর রহমান মন্টু কালিগঞ্জ পৌরভার আড়পাড়া গ্রামের দরগা পাড়ার মৃত মমিন মৌলভীর ছেলে । এ বিষয়ে আক্রান্ত রাসেল রানা থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন। অভিযোগ পত্রে উল্লেখ করা হয় বৃহস্পতিবার (১৬ই মে) আনুমানিক বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় থানার গেট সংলগ্ন “আল্লাহর দান ইলেকট্রনিক্স” এর পাশে সবজেলের চায়ের দোকানে চা খাওয়ার সময় রাজাকারদের বিরুদ্ধে মোঃ রাসেল রানা কথা বলায় অভিযুক্ত মোঃ মাসুদুর রহমান মন্টু ক্ষিপ্ত হয়ে তাকে (রাসেল রানা) কে আঘাত করতে উদ্যত হয় এবং গালিগালাজ করতে শুরু করে।পরবর্তীতে স্থানীয় লোক বাধা সৃষ্টি করলে অভিযোগকারী রাসেল রানা কে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। অভিযোগ পত্রে অভিযুক্ত মাসুদুর রহমান মন্টুর পিতার নাম মোমিন মৌলভী (তালিকা ভূক্ত রাজাকার) হিসাবে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযোগকারী রাসেল রানা জানান, কালীগঞ্জের স্বাধীনতার পক্ষের মানুষ এই রাজাকার পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে।প্রতিনিয়ত তাদের অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। সাধারণ মানুষ আতংকের মধ্যে দিন পার করছে।এবিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকাতে আছি, তবে রাসেল রানা অভিযোগ দিয়েছেন বলে আমি জানতে পেরেছি এবং অভিযোগ আদালতে পাঠানো হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।