ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

উপজেলা পরিষদ নির্বাচনে কমলনগরে খালেদ সাইফুল্লাহ, রামগতিতে আজাদ চেয়ারম্যান নির্বাচিত


মে ৯, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে বুধবার (৮ মে) লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মাহবুবুর রহমান চৌধুরী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের পদত্যাগকৃত চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বহিস্কৃত কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৩০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বাবুল মিয়া পেয়েছেন ১৬ হাজার ৮৭১ ভোট। দোয়াত-কলম প্রতীকে ১৬ হাজার ৫২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী।কমলনগর উপজেলাতে ৭৩ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৭ জন।অন্যদিকে, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপি নেতা শরাফ উদ্দিন আজাদ সোহেল। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৯ হাজার ৬৯৩ ভোট পেয়েছেন। আজাদ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকেয়া আজাদ আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।রামগতি উপজেলার মোট ভোট কেন্দ্র ৭০টি। ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ১৫৬ জন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।