জেলা প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ রোববার (২৬ মে) দুপুরে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।ইসি সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের নেতৃত্বে গত ১৩ মে আচরণবিধি লঙ্ঘন করে বিশাল শোডাউন করা হয়। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থকদের ওপর হামলা, মারধর, হুমকিসহ একাধিক অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না মর্মে রানা সরদারকে তলব করে নির্বাচন কমিশন। রোববার ইসিতে উপস্থিত হয়ে রানা সরদার জবাব দেন। এরপর নির্বাচন কমিশন সচিব তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।এর আগে বেলা সাড়ে ১১টায় আনারস প্রতীকের প্রার্থী উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭