কেএম সবুজঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ করার সময় জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে একটি বিস্ফোরিত ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়। মামলা সূত্রে জানা যায়,গত ৩১ শে জুলাই ২০২৩ইং সকাল সাড়ে ৬ টার দিকে আশুলিয়া থানাধীন জিরাবো বাসস্ট্যান্ডের ইয়াসিন সুপার মার্কেটের সামনে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও জামায়াতের প্রধান আমীর মাওলানা শফিকুর রহমান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে রাস্তার উপর বিক্ষোভ শুরু করে। এতে করে রাস্তায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। এরপর আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাধা দিতে চাইলে পুলিশকে উদ্দেশ্য করে ইট,পাটকেল নিক্ষেপ ও একটি ককটেল বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়। এতে পুলিশের দুইজন সদস্য আহত হয়। যা নিয়ে আশুলিয়া থানায় একটি রাষ্ট্রবাদী একটি মামলা দায়ের করা হয়। যাহার নং ০১(০৮)২৩। দীর্ঘদিন পরে মামলার সাথে জড়িত সন্দেহে ২২ জম আসামীকে গ্রেফতার করা হয়।তাদের মধ্যে রয়েছে, মো: আমিনুল ইসলাম, জলিল খান,রফিকুল ইসলাম,মোঃ হাসান,মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সোহেল রানা,মোঃ জিল্লুর রহমান, রুহুল আমিন,মোজাম্মেল হক,জাহিদ হাসান,আব্দুর কাদের,আবুল বাশার ওরফে মেগা,আশিকুর রহমান রিপন,নাহিদ হাসান,নুরুন নবী,মেরাজ হোসেন ওরফে মুরাদ,মোঃ সেলিম হোসেন,ফিরোজ কবির,সিদ্দিকুর রহমান, মোঃ আয়াতুল্লাহ, মোঃ জসিম উদ্দিন, মোঃ হাফিজুল ইসলাম কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭