ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


মে ১৭, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। আজ শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তিটি পাওয়া যায়।টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখদের একটি পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি জানান। এরপর ওই জনপ্রতিনিধি মোবাইল ফোনে কল করে তাঁকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই মূর্তিটি উদ্ধার করেন।মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি। উদ্ধার করা মূর্তিটি ট্রেজারিতে পাঠানো হবে বলেও জানান ইউএনও।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।