ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ খবর

কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ হাওলাদারের পথসভা অনুষ্ঠিত হয়েছে


মে ১৭, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম হাওলাদারের হেলিকপ্টার প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কামারখাড়া মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক শেখ এর সভাপতিত্বে ও কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান শেখ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো:আরিফুল ইসলাম হাওলাদার।পথসভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পী, মুন্সিগঞ্জ জেলার সেরা করদাতা পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মজিবুর রহমান সরদার, কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপু পাঠান,হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুতফুর হাওলাদার খুকু,সাবেক চেয়ারম্যান জলিল সিকদার,হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওসমান মেলকার,কামারখাড়া ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু,সাবেক ইউপি সদস্য পলাশ সহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী বৃন্দ।সভায় বক্তারা ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।