ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের হাতে মারধরের শিকার গ্রাম পুলিশ


এপ্রিল ২০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :  তুচ্ছ ঘটনার জেরে লক্ষ্মীপুরের রামগতিতে  ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদারের  হাতে মারধরের শিকার হয়েছেন তার পরিষদের গ্রাম পুলিশ  মোঃ সোহেল উদ্দিন । সে ওই এলাকার আবদুল মান্নানের ছেলে।  এমন কান্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এঘটনায় ভুক্তভোগী সোহেল ন্যায় বিচার চেয়ে  রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে।অভিযোগসূত্রে জানা গেছে,  দরিদ্রদের দেয়া প্রধানমন্ত্রীর ঈদ উপহার দশ কেজি চালের একটি  টোকেন  নিজ কার্যালয়ের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদারের কাছে  চাওয়ায় হঠাৎ তিনি  রেগে যায়। পরে ক্ষিপ্ত হয়ে  তাকে  লোক দিয়ে ডেকে নেয় চেয়ারম্যান কার্যালয়।এসময় আকস্মিক চেয়ারম্যান ওই চৌকিদারকে শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায় সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেএক্সে ভর্তি করে।স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান,  ইউপি চেয়ারম্যান দিদারের একটি লাঠিয়াল বাহিনী রয়েছে।  সরকারের উন্নয়নকাজ না করে তার পালিত বাহিনী দিয়ে মানুষকে হুমকিতে রাখে। সরকারের উন্নয়ন কাজ না করে টাকা লুটে নেয় এই চেয়ারম্যান। আশ্রয়ন প্রকল্পের নামে নানা বরাদ্ধ নিয়ে কোন  কাজ না করে  লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে বাংলা ইট ভাটা করে  কোটি কোটি টাকার সরকারী রাস্তাঘাট নষ্ট করে।  স্থানীয়রাও  আরও  জানান,  বেলাল ড্রাইভার রোডের কর্মসূচীর প্রায় ৭ লাখ  টাকা  আত্মসাৎ করেন।  এছাড়া একটি মসজিদে জেলা পরিষদের দুটি বরাদ্ধ অনিয়ম করেছেন।  পরিষদের বাউন্ডারী বরাদ্ধ এলজিএসপির টাকা আত্মসাৎ করেন। এছাড়া হতদরিদ্র মানুষের নামের বিকাশ করা টাকার ‘‘ সিম’’ চেয়ারম্যান এর কাছে। ওই টাকা তিনি নিজেই উত্তোলন করেন। যাহা সাধারণ মানুষের মাঝে ওপেন সিক্রেট! চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, আমরা সরকারী বরাদ্ধের কোন অনিয়ম করি না। সরকারী নিয়ম  অনুযায়ী মানুষকে শতভাগ সেবা দেয়ার চেষ্টা করি। চৌকিদারকে মারধরের বিষয়ে  তিনি বলেন,  সে আমার কাছে  অতিরিক্ত টোকেন চাওয়ায় আমি তাকে গালাগালি করছি; মাধরের বিষয়টি এড়িয়ে  নিউজ না করার জোর অনুরোধ করেন।রামগতি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মো. আমজাদ হোসেন বলেন,  চররমিজ ইউপি চেয়ারম্যানের হাতে মারধরের ঘটনার একটি  লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি  তদন্ত করে  দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।