ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচ ইউপি’র নির্বাচনে তিনটিতে নতুন মুখ


এপ্রিল ২৯, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রায় ১৩ বছর পর তিনটিতে পরিবর্তন এসেছে। ইউনিয়ন পরিষদ গুলো হলো দালাল বাজার, দক্ষিণ হামছাদী, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ, বাঙ্গাখাঁ। ২টিতে পুরাতনেই আস্থা রেখেছেন ভোটাররা।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ভোট শেষে রাতে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলাফল ঘোষণা করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নতুন মুখ দালাল বাজার ইউপিতে নজরুল ইসলাম, লাহারকান্দিতে আশরাফুল আলম ও বাঙ্গাখাঁতে মিজানুর রহমান ভূঁইয়া। অপর ২ ইউপির মধ্যে তেওয়ারীগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু ও দক্ষিণ হামছাদীতে মীর শাহ আলম ফের নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে মীর শাহ আলম (ঘোড়া) ৬ হাজার ২’শ ৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন চৌধুরী (চশমা) পেয়েছেন ২ হাজার ৬’শ ৯৮ ভোট। মীর শাহ আলম দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

দালাল বাজার ইউনিয়নে নজরুল ইসলাম (চশমা) ৬ হাজার ৩’শ ৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর নবী চৌধুরী (অটোরিকশা) পেয়েছেন ৪ হাজার ৭’শ ৬০ ভোট। নজরুল ইসলাম লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী।

বাঙ্গাখাঁ ইউনিয়নে মিজানুর রহমান (চশমা) ৬ হাজার ৪’ শ ১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল রিপন (মোটরসাইকেল) পেয়েছেন ৩ হাজার ৩ ‘শ ৯০ ভোট। মিজানুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব।

লাহারকান্দি ইউনিয়নে আশরাফুল আলম (টেলিফোন) ৫ হাজার ৫’শ ৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম শাহীন (অটোরিকশা) পেয়েছেন ৩ হাজার ৭’শ ৭৩ ভোট। আশরাফুল লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
লক্ষ্মীপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে জেলা প্রশাসক সুরাইয়া জাহান সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব; উন্নয়ন ও মানব সম্পদ) পদ্মাসন সিংহ সঞ্চালনায় সম্মেলনে জেলার ৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারী মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত এবং করণীয় বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
টিকটকের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ
আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টিকটকের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে জাহিদ (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে লৌহজং উপজেলার খিদিরপাড় ইউনিয়নের বাসুদিয়া গ্রামের রহমান চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন টঙ্গীবাড়ী থানার এসআই আল-মামুন।
জাহিদ ওই গ্রামের শাহ আলম শেখের ছেলে।কিশোরী জানায়, টিকটক ফ্রেন্ড বানিয়ে ৪ বার দেখা করে তার সঙ্গে কৌশলে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে বিয়ের প্রলোভনে আপত্তিকর কাজ করে। গত ২২ এপ্রিল অপহরণের পর বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে কিশোরীটিকে ভয় দেখিয়ে অনৈতিক স্বার্থ হাসিল করে।
টঙ্গীবাড়ী থানার এসআই আল-মামুন জানান, আমরা লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমসহ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

টঙ্গীবাড়ী থা…

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।