ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪

পঞ্চগড় জেলার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব -১৬ ও অনূর্ধ্ব -১৯) কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদানঃ


এপ্রিল ৪, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : অদ্য ০৪-০৪-২০২৪ খ্রিঃ সময় ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসন পঞ্চগড় কর্তৃক আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ (অনূর্ধ্ব -১৬ ও অনূর্ধ্ব -১৯)-এর অসামান্য ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করায় পঞ্চগড় জেলার কৃতি খেলোয়াডের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার মহোদয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক, পঞ্চগড়।পুলিশ সুপার মহোদয় কৃতি খেলোয়াড়দেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের এই খেলার ধারা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।অনুষ্ঠানে কৃতি খেলোয়ারবৃন্দ, বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।