ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪

নবীগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির (এএনসি)ষান্মাসিক সভা অনুষ্ঠিত


এপ্রিল ৪, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ দলিত, প্রতিবন্ধী, হিজরা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদেরকে সক্রিয় অংশগ্রহণ করানোর লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি)’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার(০৪এপ্রিল) নাইস বাংলা রেষ্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা এএনসি’র সভাপতি উত্তম কুমার পাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর মো: শাহাজাহান মিয়া, হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।সভায় আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা এএনসি’র সদস্য সাংবাদিক শাহ সুলতান আহমেদ, মো: আবু তালেব, সলিল বরণ দাস, স্বপন রবিদাস, ইউপি মেম্বার মায়া রাণী দাস, সইফা আক্তার কাকলি,সুফিয়ান আহমেদ জুবেল,সিহান তালুকদার, মাহমুদা আক্তার, শান্তা নায়েক,
পূনিমা রানী দাশ,পপি পাল,অনিন্দিতা পাল,বিধান পাল, কল্পনা সরকার, হামিদা বেগন প্রমুখ।সভায় মুন্নি হিজড়া বলেন, আমাদের হিজড়াদের জন্য বাসস্থান, কবর স্হান খুব জরুরি আমরা এই অধিকার থেকে বঞ্জিত।সভায় কমিটির ২১জন সদস্য গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে আগামী ৬মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।