মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : সম্মানিত পুলিশ সুপার মো: এস,এম সিরাজুল হুদা পিপি এম বার পঞ্চগড় মহোদয় এর নির্দেশে সহকারী পুলিশ সুপার রুনা লায়লা দেবিগঞ্জ (সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ দেবিগঞ্জ থানা ও পুলিশ পরিদর্শক তদন্ত সাহেবের নেতৃত্বে দেবিগঞ্জ থানার একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করিয়া জলঢাকা ও দেবিগঞ্জ থানা এলাকা হতে দেবিগঞ্জ থানার মামলা নং ১২(৪)২৪ ধারা ৪২০/৪০৬/৩৪ দঃবিঃ এর গ্রেফতারকৃত আসামি তুখার মাহামুদ ও কালা মাহামুদ্বয়কে মামলা রুজুর ৯ ঘণ্টার মধ্যে গ্রেফতার করিয়া তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাদীর নিকট হতে আত্মসাৎকৃত গলার স্বর্ণের হার কানের ঝুমকা এবং ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।