ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪

কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানঃ জরিমানা আদায়।


এপ্রিল ২, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উদ্যোগে এক অভিযান পরিচালিত হয়েছে । মঙ্গলবার (২রা এপ্রিল) কালিগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক, পশু হাসপাতালের পাশে ও কালীগঞ্জ বাজারে বাজার তদারকিমুলক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত অভিযানটি পরিচালিত হয়।এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১২,০০০/- (বারো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, পৌর স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।