ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে প্রভাব বিস্তারের অভিযোগে ২ মেম্বার প্রার্থীসহ আটক ৮


এপ্রিল ২৮, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে দুই মেম্বারপ্রার্থীসহ ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। রোববার (২৮ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।এর মধ্যে পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার প্রার্থী নুর নবী ও শাহজাহান এবং একই কেন্দ্রের এজেন্ট গিয়াস উদ্দিন ও মো: দিদারকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনস চন্দ্র। ওই কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করায় রোকেয়া বেগম নামে এক নারী আটক করে পুলিশ। এর আগে হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। রোববার (২৮ এপ্রিল) সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, মেম্বার পদে ২২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন । নির্বাচনে ৪৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১লক্ষ ২২ হাজার ৯২৮ জন ভোটার।প্রসঙ্গত, সীমানা নির্ধারণ ও মামলা জটিলতার কারনে ভোট হয়নি ১৩ বছরেও বেশি সময়। এতে করে ভোটাধিকার প্রয়োগ ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল সাধারণ মানুষ। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। রামগতি সহকারী কমিশনার (ভূমি) মনস চন্দ্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) বিষয়টি নিশ্চিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।