ঢাকাসোমবার , ১ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

বোদা থানা কর্তৃক হারানো ৭০টি মোবাইল উদ্ধার


এপ্রিল ১, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : পঞ্চগড় জেলার বোদা থানায় বিভিন্ন সময় হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব

এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানায় কর্মরত অফিসারগন তথ্য প্রযুক্তির সহায়তায় মার্চ/২০২৪ মাসে ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন।

অদ্য ৩০/০৩/২০২৪ খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকার সময় বোদা থানার সার্ভিস ডেলিভারী কক্ষ (গোলঘরে) সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত ২৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। বাকিগুলি ইতোপূর্বে বিভিন্ন সময়ে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগন উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন গুলি হাতে পেয়ে মালিকগন বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম সহ বোদা থানার সকল পুলিশ সদস্যের ভুয়সি প্রশংসা করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেন বোদা থানা পুলিশ ভবিষ্যতেও উন্নত পুলিশি সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।