ঢাকাসোমবার , ১ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

কোটচাঁদপুরে হাট ইজারার আড়ালে চাঁদাবাজী জনমনে অসন্তোষ.


এপ্রিল ১, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা:কোটচাঁদপুরের সাফদারপুর সাধারণ হাটবাজার ইজারার আড়ালে চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি। সাধারণ মানুষের মধ্যে চলছে চাঁপা উত্তেজনা।সরজমিন খোঁজ খবর নিয়ে জানাযায় সাফদারপুর সাধারণ হাট বাজার প্রতি বছর টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়।সর্বোচ্চ দাতা সরকারি বিধি মতে হাট ইজারা পেয়ে থাকে।ইজারা নিচ্ছে হাট বাজারের সরকারি জায়গা সহ হাটের এরিয়া যতটুকু ততটুকুই ইজারা। কিন্তু সাফদারপুর সাধারণ হাট বাজার ইজারা নেওয়া কতৃপক্ষের রসিদ ধরিয়ে হাটের এরিয়া পেরিয়ে এক থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে চলাচল করা ভ্যান ট্রাক,ইজিবাইক,আলমসাধু,করিমন,রুটির গাড়ি,সিকারেটের গাড়ী সহ বিভিন্ন কাঁচামালের গাড়ি গতিরোধ করে মানুষ বুঝে নেওয়া হচ্ছে ৫০থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত। যদি কেউ প্রতিবাদ করে কেড়ে নেওয়া হয় গাড়ির চাবি না হয় চলে গালাগালি ও মারমুখী আচরণ। (৩১শে-মার্চ)সাফদারপুর মকছেদ মোড়ে সুয়াদীর মাঠ থেকে পেয়ারা বোঝাই ভ্যান কোটচাঁদপুর আসার পথে ইট ভাটার সামনে গতিরোধ করে টাকা নিচ্ছেন চাঁদা বাজ রবিউল নামে এক ব্যক্তি।সব গাড়ি গতিরোধ করে হাটের বাহির থেকে কিসের টাকা উঠানো হচ্ছে। রবিউল জানান, হাটের টাকা। এই মালামাল তো সরাসরি মাঠ থেকে কোটচাঁদপুর হাটে যাবে সাফদারপুর হাটে উঠানো হয়নি। তাহলে আপনি কেন এই টাকা তুলছেন বাহিরের উপজেলা সহ এলাকার কাঁচামালের ক্ষেতে গিয়ে।তিনি কোন উত্তর দেয়নি। হাটের এরিয়া কতটুকু জানতে সাফদারপুর ইউনিয়ন ভূমি অফিস জয়দিয়া গেলে কর্তব্যরত ভূমি কর্মকর্তা পংকজ কুমার জানান।সাফদারপুর মৌজার সাবেক দাগ ২৭৪,২৭৬,২৭৭,২৭৮ জমির পরিমান ২ একর ৭১ শতক। এতটুকু হাটের জায়গা ইজারা দেওয়া কিন্তু হাটের বাহিরে টাকা তুলছেন এটা কি করে সম্ভব।সাফদারপুর সাধারণ হাট বাজার ইজারা নেওয়া মালিক মীর সৈকত এর নিকট জানতে চাইলে বলেন।রবিউল জুলুম করে মানুষের নিকট থেকে টাকা তুলছেন এটা শুনেছি। তবে জুলুম করে মানুষের নিকট থেকে টাকা তুললে আমি সে টাকা নিবো না এবং কোন ছাড় দেবো না। উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নির্বাহী কর্মকর্তা উছেন মে’র নিকট জানতে চাইলে তিনি জানান। হাটের বাহিরে ও মাঠে গিয়ে কোন হাটের টাকা উঠানোর বিধান নেই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।