ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ খবর

২৫ রমজান শুক্রবার মসজিদে জুমাতুলবিদা আদায়।


এপ্রিল ৫, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা: ২৫ রমজান পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার।ধর্মপ্রাণ মুসলিম জাতির অতি আনন্দের ও সিয়াম সাধনার মাস এই রমজান।মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব অপরিসীম। সূর্য উদয়ের পূর্ব থেকে সূর্যাস্হ পর্যন্ত যাবতীয় পাপাচার ও পানাহার থেকে মুক্ত থেকে এক আল্লাহর সকল হুকুম মেনে চলা হয় এই মাসে।এই মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। এই মাস হাজারো মাস অপেক্ষা উত্তম। যে মাসে একটি নফল ইবাদত করলে সত্তরটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এমাসে মানবজাতির কল্যাণের জন্য পবিত্র আল কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের এতো গুরুত্ব। ২৫ রমজান মাসের শেষ শুক্রবার। মসজিদে মসজিদে জুমাতুলবিদার কারণে চোখে পড়ার মতো উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। পবিত্র রমজানে অতিরিক্ত সওয়াব পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা আজানের সাথে সাথে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকলে মহান আল্লাহ তায়ালার নিকট দুচোখের পানি ঝরিয়ে ক্ষমা ভিক্ষা করেন।আগামী রমজানের জুমাতুলবিদা পর্যন্ত সুস্থ হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।