শহীদুল ইসলাম শহীদ,সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বাজারে সন্ত্রাস নাশকতা মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাত ৯ টায় পৌরসভার ১নং ওয়ার্ড মীরগঞ্জ বাজারে পৌরসভার মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলুর সভাপতিত্বে ও প্যানেল মেয়র সামিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল আলম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ- সুলতান আহম্মেদ, সাংবাদিক জুয়েল রানা,ব্যবসায়ী মোঃ রাজ্জাক সরকার, সুজা প্রামাণিক, আতাউর রহমান মুকুল, শাহীন মিয়া, শাহজাহান মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন সমস্য তুলে ধরেন।এসময় পৌরসভার মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন, পুলিশ যদি তদন্ত করে খুনে রহস্য বের করতে, পালিয়ে থাকা আসমি খুজে বের করতে পারে, তাহলে বাজারে এসে কয়েকটা ছেলে সন্ত্রাস চাঁদা আদাই করে ঘুরে বেড়ায় তাদের পুলিশ বের করতে পারবে না কেনো। তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবী করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭