ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে জেলা প্রশাসক সুরাইয়া জাহান সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব; উন্নয়ন ও মানব সম্পদ) পদ্মাসন সিংহ সঞ্চালনায় সম্মেলনে জেলার ৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সম্মেলনে ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারী মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত এবং করণীয় বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭