আপন সরদার মুন্সিগঞ্জ প্রতিনিধি: দেশের শীর্ষ সংবাদ মাধ্যম যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জে পবিত্র কোরআন তিলাওয়াত খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাদ জুম্মা শহরের উপকন্ঠে নয়াগাও জামে বড় মসজিদে কোরআন তিলাওয়াত খতমে অংশনেয় স্থানীয় মাদ্রাসার হাফেজ ও ছাত্ররা।পরে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাতে যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও মোনাজতে প্রতিষ্ঠান ও সকল পর্যায়ের সংশ্লিষ্টদের সাফল্যের জন্য দোয়া করা হয়।দোয়া মোনাজাতে অংশনেয় মাদ্রাসার ছাত্রশিক্ষক সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী ও সাধারন মানুষ।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।