শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগারকে সংবর্ধনা প্রদান করেছেন সুন্দরগঞ্জ পৌরসভা। পাশাপাশি পৌরসভার রামডাকুয়া মহল্লায় মহাশ্বশান ও সুন্দরগঞ্জ বাজার মার্কেট সেট নির্মাণের উদ্বোধন করেছেন সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার। মঙ্গলবার পৌর হলরুমে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা পৌর মেয়র মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সংবর্ধনার ক্রেস্ট ও পুস্প্যমাল্য অর্পণের পর পৌর কাউন্সিলর ও পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার বাবলু'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আব্দুল বারী, পৌর কাউন্সিলর মো. ছামিউল ইসলাম, মশিউর রহমান বিল্পব, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আহসানুল করিম চাঁদ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ।পরে পৌরসভার রামডাকুয়া মহল্লায় মহাশ্বশান, মীরগঞ্জ ১নং ওয়ার্ডে সড়ক ও সুন্দরগঞ্জ পৌর বাজার মার্কেট সেডের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাংসদ আব্দুল্লাহ নাহিদ নিগার।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭