জেলা প্রতিনিধি: বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিরচরণ গ্রামের শ্রীমতী:সুবিতা(২৩) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যার ঘটনা ঘটেছে।জানা যায় শ্রীমতী:সুবিতা গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশ্বর ইউনিয়নের খিড়িবাড়ী গ্রামের শ্রী সুনিলের কন্যা।সুবিতার সাথে বগুড়া সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের শ্রী রনজীতের দুবছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
রনজীত দিনমজুরি করে সংসার চালান। সংসার চলাকালীন সময়ে তাদের ঔরাশ্বে ১৮ মাসের এক পুত্র সন্তানের জন্ম হয়।গত ০৭-০৪-২০২৪ রোজ রবিবার, আনুমানিক সকাল ১১:৩০ মিনিটে হঠাৎ সুবিতার শয়ন ঘড় থেকে তার পুত্রসন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে, বেশ কিছুখন কান্নার আওয়াজ আসতে থাকায় সুবিতার য্বা শ্রীমতী: ভরতীসহ অন্যান্যরা ঘড়ে প্রবেশ করলে বাসের তীরের সাথে শাড়ী কাপড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সুবিতাকে উদ্ধার করেন।অপরদিকে সুবিতার বাবার লোকজনকে সুবিতার বিষয়ে প্রশ্ন করলে তারা জানান,সুবিতার স্বামী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসতেছে। এরই ধারাবাহিকতায় সুবিতাকে বিশেষ কায়দায় হত্যা করে লাষ ঝুলিয়ে রাখা হয়েছে।এদিকে সুবিতার বাবা সুনিল ও তার ভাই শ্রী সুদীপ রায় বলেন,আমার দিদিকে আগে থেকেই অনেক অত্যাচার ও নির্যাতন করে আসতেছে,এই নির্মম হত্যার সঠিক বিচার চাই।সোনাতলা থানার তদন্ত অসি মো:সুফিয়ান জানান,সুবিতার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,উক্ত বিষয়ে সোনাতলা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭