মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় দুটি প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় ১৫০০ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পঞ্চগড় সদর এর ২০২৩- ২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় "গ্রামীন রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে এই হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চগড় সদর উপজেলার ৫ নং চাকলাহাট ইউনিয়নের কায়েতপাড়া সাহেরুল মার্কেট পাকা রাস্তা হতে পূর্বে সন্ন্যাসীপাড়া পর্যন্ত ৫০০ মিটার ও কহুরুহাট বৈরাগী পাড়া পাকা রাস্তা হতে উত্তরে প্রধান পাড়া পর্যন্ত ৫০০ মিটার মিলে মোট ১০০০ মিটার যার অনুমোদিত দর মূল্য ৮০ লক্ষ ৮৯ হাজার ৬৩০ টাকা এবং উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ডুডুমারি বায়তুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসার পশ্চিমে পাকা রাস্তা সংলগ্ন হাসিবুলের বাড়ি হতে ফকিরপাড়া মসজিদ পর্যন্ত ৫০০ মিটার যার অনুমোদিত দর মূল্য ৩৯ লক্ষ ৭৩ হাজার ৩৭৫ টাকা। স্থানীয়রা জানান, এইচবিবি রাস্তা হওয়ায় আমাদের চলাচলে আর দুর্ভোগ পোহাতে হবে না। আগে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হতো। এখানকার মাটি অত্যন্ত নরম ও রাস্তার পাশে গভীর পুকুর এবং ড্রেন। আবার বর্ষা মৌসুমে সড়কের উপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রায় হাঁটু পর্যন্ত কাদা পাড়ি দিয়ে চলাচল করাটা অনেক কষ্টের ছিল। যে কারণে প্রায় সময় ছোট বড় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতো। নতুন এই রাস্তা পেয়ে বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন পথচারীসহ এলাকার স্থানীয় সাধারণ মানুষ। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় "গ্রামীন রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করন প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে ১৫০০ মিটার রাস্তা এইচবিবি করন করা হচ্ছে। যার অনুমোদিত দর মূল্য ১ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার টাকা। তবে কিছু স্থানে রাস্তার পাশে গভীর পুকুর ও নিচের মাটি আলগা হওয়ায় কাজ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একটু বেগ পোহাতে হচ্ছে। সার্বক্ষণিক কাজের তদারকি করছি। কাজের গুনগত মান ঠিক রেখে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ বুঝে নিবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭