মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধিঃ পঞ্চগড়ে চলমান তাপদাহে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার (২৯- এপ্রিল) দুপুরে জেলা শহরের শের ই বাংলা পার্ক চৌরঙ্গি মোরে এই পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। অসহনীয় গরম ও রোদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন পেয়ে হাসিমুখে গ্রহণ করেন চালক, পথচারী সহ সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে প্রচন্ড রোদ আর গরমে জনজীবন অতিষ্ঠ। আমরা জীবন জীবিকার তাগিদে বাইরে বের হয়েছি। আজকে ট্রাফিক পুলিশ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে ডেকে ডেকে পানির বোতল ও খাবার স্যালাইন দিচ্ছে। আমরাও খুশী মনে তা গ্রহণ করেছি। কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানান, আমরা রোদ আর গরম'কে উপেক্ষা করে জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। ট্রাফিক পুলিশ ভাইয়েরা সব সময় সড়কের উপর থাকে। যে কারণে তারা আমাদের কষ্ট বুঝতে পেরে খাবার পানি ও খাবার স্যালাইন দিচ্ছে। আমরাও পানি ও স্যালাইন পেয়ে অনেক খুশী। এ ধরনের কার্যক্রম চালকদের প্রতি ট্রাফিক পুলিশের নিবিড় ভালোবাসার বহিঃপ্রকাশ। ট্রাফিক পুলিশ পঞ্চগড় এর এই মহতী উদ্যোগের অনেক প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ। ট্রাফিক পুলিশের এই উদ্যোগ থেকে উদ্বুদ্ধ হয়ে আরো অনেকেই তৃষ্ণার্ত মানুষের কথা ভেবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ট্রাফিক পুলিশ পঞ্চগড় এর এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশ পঞ্চগড় টি আই চন্দন কুমার রায়, টি আই মামুনুর রশিদ, টি আই জুনায়েদ হোসেন সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭